মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

শিক্ষক মনকুমার দাসের পরলোকগমন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর ল্যাবরেটারী স্কুলের পরিচালক মৃনাল কান্তি দাস ও মৃদুল কান্তি দাসের বাবা চাঁদপুর পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মনকুমার দাস আর বেঁচে নেই। তিনি গতকাল ২৪ অক্টোবর রোববার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত ২০ অক্টোবর সকালে পুরানবাজার পূর্ব শ্রীরামদী দাসপাড়া নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে তঁকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্যে ঢাকা ল্যাব এইডে ভর্তি করা হলে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

গতকাল সন্ধ্যায় তার মরদেহ নিজবাড়িতে নিয়ে আসা হয়। তাকে শেষবারের মতো দেখতে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, মোঃ আঃ লতিফ গাজী, শহর আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহম্মদ মিন্টু, জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও আত্মীয়-স্বজন তার বাড়িতে আসেন। তারা প্রয়াতের দুই পুত্র সন্তানকে শান্ত¡না প্রদান পূর্বক শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিনই তার আত্মার শান্তি কামনায় তার বাড়িতে সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়। উপাসনা পরিচালনা করেন চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক দুলাল চন্দ্র দাস। পরে তার মরদেহ তার প্রিয় গুরুধাম চাঁদপুর অযাচক আশ্রমে নিয়ে যাওয়া হয়। এদিন রাতেই চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মরদেহে শেষবারের মতো ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার মধুসুধন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ, চাঁদপুর অযাচক আশ্রম, দাসপাড়া কালীমন্দির, দাসপাড়া বিদ্যার্থী সংঘ, দাসপাড়া বড় বাড়ির সভ্যবৃন্দ, ঘাসফড়িং সামাজিক সংগঠন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়