মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

হাইমচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

হাইমচর উপজেলায় বাড়িসংলগ্ন পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তন্বী আক্তার (৮) ও খাদিজা আক্তার (৬) নামে দু’টি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৩ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোন চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী এলাকার মোঃ তোফায়েল ঢালীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েল ঢালী তার পরিবার নিয়ে ১৬ অক্টোবর শুক্রবার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন তন্বী ও খাদিজাসহ আরো কয়েক শিশু বাড়ির উঠোনে খেলা করছিল। একসময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পাড়ে এলে তারা দু’জনই পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে কিছুক্ষণ পর দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশের পুকুরে নেমে তাদের খুঁজতে থাকে। দুপুর ২টার সময় পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়