প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা পরিষদের ই-সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ শাহরাস্তি সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ সার্কেলের এএসপি সোহেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ ও সাইফুল ইসলাম সিফাত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, যুগ্ম আহ্বায়ক মুন্সি মোহাম্মদ মনির, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপাদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ।