মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাঁদপুরে চিকিৎসকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥

সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা পূজামণ্ডপ ও মন্দির ভাংচুরের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। ২৪ অক্টোবর রোববার সকাল ১১টায় আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেন বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মূলত উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা চালিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জামাল সালেহ উদ্দীন, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ নূরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম কাউসার হিমেল, চাঁদপুর জেলা হাসপাতালের আরএমও ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেল, ডাঃ আসিবুল আহসান আসিব, মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, ডাঃ পিযূষ সাহা, ডাঃ শর্মিষ্ঠা দেসহ অন্যান্য চিকিৎসক।

মানববন্ধন কর্মসূচিতে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনে মিলিত হয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়