প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ০০:০০
২৩ অক্টোবর শনিবার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ১০নং গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন মিঠু। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, রসু মিয়াসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ পাটোয়ারী, মানব সম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পাটোওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খন্দকার খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান রুবেল।
এর আগে সকালে ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ কাদির পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির আহমেদ বৈদ্যর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন মিঠু। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, রসু মিয়াসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা হলেন : বর্তমান চেয়ারম্যান হাসান আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমেদ ও আওয়ামী লীগ নেতা লুৎফুল্লাহিল করিম ফারুক।
সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলের নেতাণ্ডকর্মীদের উচ্ছ্বাসে আমরা উচ্ছ্বসিত। আমরা এখানে পোস্ট অফিসের কাজ করতে এসেছি। এখানে যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সিভিসহ নাম প্রস্তাব সমর্থনের মাধ্যমে আসবে, আমরা কেন্দ্রে সকলের নামই পাঠাবো। আমাদের উদ্দেশ্য একটাই, আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। কারণ, যিনি নৌকা নিয়ে আসবেন তিনি শেখ হাসিনার প্রার্থী। তাই তিনি আমাদেরও প্রার্থী।