সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ পূজামণ্ডপে হামলার ঘটনায় জামাত নেতার স্বীকারোক্তি শিরোনামে গত শুক্রবার ও শনিবার চাঁদপুরের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ায় জামায়াতে ইসলামী সম্পর্কে যে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলার আমীর বিএম কলিমুল্লাহ। ২৩ অক্টোবর এক বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, পত্র-পত্রিকায়, ইলেক্ট্রনিক মিডিয়ায় ও অনলাইন নিউজ পোর্টালে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া ও বাস্তবতা বিবর্জিত। হাজীগঞ্জের মামলায় গ্রেপ্তারকৃত এজাহার বহির্ভূত আসামি মোঃ কামাল উদ্দিন আব্বাসী জামায়াতের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন কখনো ছাত্রশিবিরের হাজীগঞ্জ উপজেলার সভাপতি ছিলেন না। বিএম কলিমুল্লাহ বিবৃতিতে আরো বলেন, মোঃ কামাল উদ্দিন আব্বাসীর সাথে জামায়াতে ইসলামী অথবা ছাত্রশিবিরের দূরতম সম্পর্ক কখনো ছিল না, এখনো নেই। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর কর্মীও নয় এমন একজন ব্যক্তিকে জামায়াতের নেতা বানানোর নাটকই প্রমাণ করে এ ধরনের রিপোর্ট গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। বাংলাদেশের মুক্তিকামী গণমানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান-সম্মান ক্ষুণœ করা এবং জনগণের সামনে সংগঠনকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এই ধরনের মনগড়া কাল্পনিক প্রতিবেদন বিভিন্ন দৈনিক পত্রিকায় ও অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে তিনি মনে করেন। গত ১৩ অক্টোবর হাজীগঞ্জ বা চাঁদপুরের কোথায়ও জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের কোনো কর্মসূচি ছিল না। এই ধরনের মিথ্যা, বানোয়াটি ও বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য তিনি মিডিয়ার সকল সাংবাদিকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। একই সাথে তিনি হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলা ও পুলিশের গুলিতে ৫ জন নিহতের ঘটনার প্রতিবাদ জানান এবং দোষীদের বিচার দাবি করেন।

জিডি-৬৬৫/২১

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়