প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারের ভাবী খোরশেদা বেগম (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মতলব পৌরসভার ২নং ওয়ার্ডস্থ ভাঙ্গারপাড় সরকার বাড়িতে গত বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মরহুমার নামাজে জানাজা ওইদিন বাদ জোহর ভাঙ্গারপাড় সরকার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ পারভেজ, ভিপি আতাউর রহমান প্রমুখ। পরে মরহুমা খোরশেদা বেগমকে নুরু সরকারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।