প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০
সারাদেশের ন্যায় রাজারগাঁও ইউনিয়নে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হাদী মিয়ার আয়োজনে গত ২১ অক্টোবর ইউপি কমপ্লেক্সে ইউনিয়নের সকল পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গত ক’দিন পূর্বে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে অবস্থা বিরাজ করছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার এসআই নাজিম, রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান, রাজারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওঃ আঃ কুদ্দুছ, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ মোস্তাফিজুর রহমান, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ স্বর্ণকার, সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, বাজার ব্যবসায়ী মিহির চন্দ্র রায় ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ। উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আলমগীর কাজী, মোঃ ইসমাইল শেখ, ইউপি সচিব দিদাউর রহমানসহ সকল ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ীগণ।