প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া দুপুরে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদি রামপুর গ্রামে অবস্থিত সকদি রামপুর ছিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিশেষ খাদ্য বিতরণ এবং সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর সদরের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা করা হয়।
এদিকে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সালেহ মোঃ বারাকাত উল্লাহর সভাপ্রধানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান স্বপন, প্রচার সম্পাদক মামুন হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রেজা গাজী, সদস্য মোঃ সাহাবুদ্দিন, শিপন পাটওয়ারী, শামীম হাসান, আমান উল্লা খান ফারাবী, মোহাম্মদ হোসেন, আঃ কাদির, মোঃ শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জ্বলন-এর নির্বাহী সদস্য পিয়াস দাস ও মোঃ সাকিব হোসেন।