প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০
কচুয়ায় ৯ কেজি গাঁজাসহ তুষার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার সেকেন্ড অফিসার তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়কে উপজেলার জগতপুর বাসস্ট্যান্ডে বোগদাদ বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তুষার কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন পিপুলিয়া গ্রামের আব্দুর রউফের পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।