সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০

ইচলী দরবার শরীফের জশনে জুলুছ ও ওয়াজ মাহফিল
বাদল মজুমদার ॥

চাঁদপুরে ইচলীর খানকায়ে চিশতীয়া রাহমানিয়া দরবার শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছে। বুধবার সকালে বাগাদী রোডের হযরত মোশারফ হোসেন চিশতী (রঃ) মশু বাবার দরবার শরীফ থেকে শত শত মুরিদ ও মুসল্লির অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শিশু-কিশোরসহ সববয়সীদের হাতে ছিল বিভিন্ন রংয়ের পতাকা ও ব্যানার। জাতীয় পতাকায় শোভিত ও মাথায় হলুদ কাপড়ের পাগড়ীতে সজ্জিত ছিলেন শোভাযাত্রার অংশগ্রহণকারীরা। আর তাদের কণ্ঠে ছিল নবীজীর নাম ও ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সবার প্রতি শুভেচ্ছার শ্লোগান। জুলুছটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহ মোঃ আব্দুল হান্নান চিশতী, শাহ মোঃ আবুল কাশেম চিশতী, মশু চিশতীর জামাতা মোঃ ইউসুফ পাটওয়ারী রিপন, জামাতা অ্যাডঃ হাসান উল্লাহ পাটওয়ারী, ছাত্তার চিশতী, সামু চিশতী, মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ মিজানুর রহমান চিশতী, মাওঃ জামাল পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল চিশতী, কামরুল ইসলাম টিটু, স্বপন পাটওয়ারী, মনির হোসেন মান্না চিশতী, লোকমান চিশতী, হাবু চিশতী, ডাঃ গিয়াস উদ্দিন স্বপন, মাওঃ আলী আশ্রাফ, আব্দুল জলিল, সেলিম চিশতী, পারভেজ মোশারফ পাটওয়ারী ফাহিম, নেওয়াজ, পূর্ণ আক্তার, মোঃ নিজাম উদ্দিন, আমিন, আলামিন, কাজল, হারেছ, তারেকসহ অসংখ্য মুরিদ।

অপরদিকে চাঁদপুর জেলা ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন পরিষদের আয়োজনে রাতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর জন্মদিন উপলক্ষে রাসূলের জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১ হাজার ৪শ’ বছর আগে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)। একই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। তিনি পৃথিবীতে এসে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। তাঁর আবির্ভাব ও ইসলামের শান্তির বাণী প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলিম সম্প্রদায় এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) হিসেবে পালন করে থাকেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়