প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মণি, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্র্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, পূজা উদ্যাপন কমিটির সভাপতি ফণি ভূষন মজুমদার তাপু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, নিশ্চিতপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম, কোয়া মসজিদের খতিব আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, আহসান হাবিব জুয়েল, ইমাম হোসেন সোহাগ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃাতিক, সামাজিক, সংগঠনের ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।