প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁওয়ে ‘রাজারগাঁও ইসলামী পাঠাগারের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বজয়ী হাফেজ সংবর্ধনা, রাজারগাঁও ইউনিয়নের গর্বিত পরিবার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম রাজারগাঁও পঞ্চায়েত বাড়ি সংলগ্ন ঈদগাহ ময়দানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাফেজদের সংবর্ধনা প্রদান করেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারগাঁও ইসলামী পাঠাগারের স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ইঞ্জিনিয়ার নেয়ামত উল্যাহ। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারিছ আহমেদ খানের প্রাণবন্ত যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন ঐতিহ্যবাহী বাংলাদেশ কলরব শিল্পী গোষ্ঠি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, সমাজসেবক আবুল বাশার মাস্টার, রাজারগাঁও বাইতুল আশরাফ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাজহারুল ইসলাম, রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক, রাজারগাঁও কারিমিয়া মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম, রাজারগাঁও ইসলামী পাঠাগারের সহ-প্রধান সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেন, সমন্বয়ক নকিব মিয়াজী, সদস্য মাওলানা সালেহ আহম্মেদ, নজরুল ইসলাম বিপ্লব, আইয়ুব আলী মাহফুজ, ফরহাদ খান, মাহাবুবুর রহমান বাবু, কার্যকরী কমিটির সহ-সভাপতি রমিজ উদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক আরাফাত পাটওয়ারী, রাব্বি পাটওয়ারীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।