প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল। উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খান, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, যুব ক্রীড়া সম্পাদক আরিফ উল্যাহ, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মানিক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মামুন পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুসলিম মিয়াজী, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবিন খান, সাদ্দাম হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রায়হান বিন হিরুসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পশ্চিম সকদী তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর নেয়ামত উল্লাহ খান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।