প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ অক্টোবর সকাল ১১টায় চাঁদপুর শহরের ফিশারী গেট সংলগ্ন ইফার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী ইফার কার্যালয়ে ২টি বিভাগে ৫টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৩০ জন অংশ নেন। প্রতিযোগিতায় ৩০ জন বিজয়ীকে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপ। সে নবীর জন্ম নিয়ে আলোচনা করা এবং শোনা উভয়টিই সাওয়াবের কাজ। শৈশব থেকে নবীজীর আলোচনা যতো বেশি শুনতাম, ততো বেশি তৃপ্তি পেতাম। নবী মুহাম্মদ (সাঃ) হলেন সববয়সী মানুষের মডেল। তিনি আরো বলেন, নবীজির জন্মদিন নিয়ে শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এটা একটা বড় আনন্দের বিষয়। পুরস্কার কে পেলাম কে পেলাম না সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি কিছু সময় নবীকে নিয়ে ছিলে। যিনি পৃথিবীর সকল মানুষের সেরা মানুষ আমাদের নবী মুহাম্মদ (সাঃ)।
ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী আল-আমিন মাদ্রাসার ছাত্র মোঃ আবু বকর। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন বিজয়ী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সারা জাকির। অনুষ্ঠানে মিলাদণ্ডকিয়াম ও দোয়া মোনাজাত করেন গাছতলা খাজা আহম্মদ শাহ (রহঃ) জামে মসজিদের খতিব পীরজাদা মাওলানা খাজা জোবায়ের। উপস্থিত ছিলেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, ইফার হিসাবরক্ষক মোঃ আবদুল হালিম, ফিল্ড সুপারভাইজার মোঃ সালাউদ্দিন ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ।