প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। গত ১৮ অক্টোবর রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সিনিয়র শিক্ষক মোঃ এমরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মাওঃ মোঃ জসিম উদ্দিন মজুমদার ও আরবি প্রভাষক হাফেজ মাওঃ মোঃ আঃ রহিম। উপস্থিত ছিলেন আরবী প্রভাষক গাজী মাওঃ মোঃ নোমান হোসাইন, ইংরেজি প্রভাষক তাহমিনা আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম বিএসসিসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ।