প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০০:০০
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। গত ১৮ অক্টোবর এ উপলক্ষে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহআলম মিজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র শিক্ষক খোকন চন্দ্র বণিক, মোঃ সুমন খান, মোঃ বিল্লাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।