প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০০:০০
সারাদেশের ন্যায় মঙ্গলবার কচুয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শান্তি ও সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল প্রধান জালাল। তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী চক্রকে প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমরা এদেশে আন্তর্জাতিক ও জাতীয় কোনো ষড়যন্ত্র মেনে নেবো না। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতি-ধর্মণ্ডশ্রেণি-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাঈনউদ্দীন আহমেদ সবুজ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামছ মিঠু, সাইফুল ইসলাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দীন প্রধান, উপজেলা যুবলীগের সদস্য আবুল বাশার নবু, মঞ্জুর এলাহী মজুমদার প্রমুখ। র্যালিতে কচুয়া উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।