প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০০:০০
দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে ফরিদগঞ্জে শান্তি ও সম্প্রীতির র্যালি করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনের নেতৃত্বে এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা জি এম হাসান তাবাচ্চুম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ দাস, যুগ্ম আহ্বায়ক গনেশ লোধ, ফরিদগঞ্জ পৌরসভার এমপি প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা গৌতম দাসসহ বিভিন্ন ইউনিয়নের এমপি প্রতিনিধি, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা।