প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন ছিলো গতকাল ১৮ অক্টোবর। এ উপলক্ষে চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কিশোর-কিশোরীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান ও আয়রণ এবং কৃমিনাশক ঔষধ প্রদান করা হয়। গতকাল ১৮ অক্টোবর সোমবার বাবুরহাট শিশু পরিবারে কিশোর-কিশোরীদের মাঝে এ স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগ চাঁদপুরের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াস ও মেডিকেল অফিসার ডাঃ এম এ গফুরের তত্ত্বাবধানে কিশোর-কিশোরীর মাঝে এ সেবা প্রদান করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জীব চন্দ্র দে ও মানছুরা আক্তার।