প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস পালনে গতকাল ১৮ অক্টোবর হাজীগঞ্জের নাসিরকোট উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বকাউল। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আলাউদ্দিন, মোঃ রবিউল আলম, নিপা রাণী সাহা, অনন্যা রাণী রায়, রহিমা খাতুনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।