প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
১৮ অক্টোবর সোমবার বাজার তদারকির একটি দল চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানার একটি টিম সার্বিক সহযোগিতা করেন। ভোক্তা অধিকার কর্তৃক জানানো হয়, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।