সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

আজ কোজাগরী লক্ষ্মী পূজা
স্টাফ রিপোর্টার ॥

আজ কোজাগরী লক্ষ্মী পূজা। শারদীয় দুর্গোৎসবের পর আশি^ন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীদেবীর আরাধনায় সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজনসহ ভক্তি-শ্রদ্ধা সহকারে এই পূজার আয়োজন করে থাকেন।

বাঙালি হিন্দু পরিবারে লক্ষ্মী পূজা এক চিরন্তন উৎসব। লক্ষ্মী দেবী ধন-সম্পদ আর ঐশ^র্যের দেবী হওয়ায় সৌভাগ্য সমৃদ্ধির জন্য তার আরাধনা করা হয় কোথাও ঘটে, কোথাও পটে আবার কোথাও মূর্তিতে। কোজাগরী অর্থ হলো কে জেগে আছে? হিন্দু পুরাণমতে, আশি^নের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে এসে দেখেন, কে জেগে আছে। কোজাগরী পূর্ণিমার এই রাতে যে ব্যক্তি জেগে দেবী আরাধনা করেন দেবী তার প্রতিই সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ প্রদান করেন। এজন্যে এ রাতে অনেক পরিবারই দেবী সন্তুষ্টি কামনায় রাত জেগে থাকেন। এ বছর লক্ষ্মী পূজা পড়েছে দু’দিন। আজ ১৯ অক্টোবর রাত ৭টা ৩মিনিটে শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমাতিথি থাকবে।

এ সময়ের মধ্যেই কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজনসহ সকল প্রস্তুতি নিয়েছেন। আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পূজা করে কী হবে ? যেখানে আমাদের কোনো নিরিপত্তা নেই, সেখানে পূজার কী প্রয়োজন রয়েছে ?

আজ ও কাল দুদিনব্যাপী লক্ষ্মী পূজা সম্পন্ন করার লক্ষ্যে অনেকেই ইতিমধ্যে পূজার উপকরণ সংগ্রহ করেছেন। তবে গত বছরের চেয়ে এ বছর পূজার সকল উপকরণের দামে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। পূজার আয়োজকরা দেবী সন্তুষ্টি কামনায় মিষ্টিজাত দ্রব্য সামগ্রী থেকে শুরু করে নারকেলের তৈরী লাড়–-সন্দেশের প্রাধান্যই দিয়েছে বেশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়