প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে স্মরণসভা, দোয়ানুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ অক্টোবর সোমবার সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই দিনটি রাষ্ট্রীয়ভাবে শেখ রাসেল দিবস ঘোষণা করা হয়েছে। তাই এই দিবসের তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। আজকের দিনে মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। দিনটি যেমন আনন্দের, একইসাথে শোকেরও বটে। কারণ ১৯৭৫ সালের ১৫আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিষ্পাপ রাসেল পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে পদার্পণ করেছে। উন্নয়নের ছোঁয়া থেকে আমাদের এ এলাকাও বাদ পড়েনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সহযোগিতায় এ এলাকায় জিলানী চিশতী কলেজসহ সকল প্রতিষ্ঠান ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হয়েছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে এলাকার প্রতিটি স্থানে। আমি আজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর শাহতলী তালতলা বায়তুল ইছলাহ জামে মসজিদের সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জহিরুল হক লালু মাস্টার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহরাব হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল করিম খান।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মাওলানা মামুন হোসাইন।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।