প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদকে শুভেচ্ছা উপহার দিলেন জেলা দাবা টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং সুইট হোম ডেভলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আঃ লতিফ তপাদার।
আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা দাবা লীগ। চাঁদপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব ও চাঁদপুর ক্লাব এবং চাঁদপুর প্রেসক্লাব (দল) নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য তমাল কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য ও দাবা কমিটির সহ-সভাপতি রোটারিয়ান শরীফ মোঃ আশরাফুল হক, দৈনিক চাঁদপুর কণ্ঠের ক্রীড়া বিভাগের সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম।