সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে জাতীয় পার্টির দোয়ানুষ্ঠান
ফরিদগঞ্জ ব্যুরো ॥

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার জাতীয় পার্টির নতুন দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। সদ্য প্রয়াত জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এবং নূতন মহাসচিব হিসেবে মজিবুল হক চুন্নু দায়িত্ব গ্রহণ করায় এ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল ১৭ অক্টোবর রোববার সকালে ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাউদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা কমিটির সাবেক সম্পাদক আলী আহাম্মদ, নিজামুল হক লিটন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি অহিদুজ্জামান, পৌর জাতীয় পার্টি নেতা মামুন হোসেন রনি, যুব সংহতির উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক স্বপন পাটওয়ারী, যুবনেতা ইব্রাহিম খলিল প্রমুখ। আলোচনা শেষে সদ্য প্রয়াত জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এবং নূতন মহাসচিব হিসেবে মজিবুল হক চুন্নু দায়িত্ব গ্রহণ করায় দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়