প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০০:০০
বালিথুবায় শত্রুতাবশত দোকানে অগ্নিকাণ্ড
গত ১৬ অক্টোবর শনিবার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দোকান পুড়ে যায় এবং প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
|আরো খবর
দোকান মালিক মোঃ ওমর ফারুক জানান, বালিথুবা অদুদিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন আমার দোকানটি পূর্ব শত্রুতাবশত আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এতে আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বে আমার নিকট একটি চক্র চাঁদা দাবি করেছে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় ঐ সময় তারা আমার ওপর হামলা চালায়। ঐ চক্রটিই আমার দোকান পুড়িয়ে দেয়। আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।