প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ০০:০০
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আইনগিরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিএসসির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির হোসেন।
বক্তব্য রাখেন গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার, প্রচার সম্পাদক জাকির হোসেন মেম্বার আওয়ামী লীগ নেতা মাওঃ শাহাদাত হোসেন, মোঃ ইমাম হোসেন ভূঁইয়া, ঢাকার খিলগাঁও থানার ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সুফিয়ান রানা, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান জামসেদ, নির্বাহী সদস্য মীর নাসির উদ্দিন, গোহট উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন মজুমদার ও মাঈনউদ্দিন আহমেদ পারভেজ, স্থানীয় শ্রমিকলীগ নেতা সবুজ মিয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন তালুকদার প্রমুখ।
সভায় সকলেই নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে এক ও অভিন্ন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন।