প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ০০:০০
রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলসা সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার ১৬ অক্টোবর বিকেলে চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলসা সিটির উদ্যোগে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠসহ শহরের বিভিন্ন স্থানে এ আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে ক্লাব সদস্যরা মিলে অ্যারোমা চাইনিজ রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজনে অংশগ্রহণ করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন।
বৃক্ষরোপণের সময় ক্লাব সদস্যরা বলেন, গাছ আমাদের উপকারী বন্ধু, নিয়মিত গাছ লাগালে পরিবেশের উপকারের পাশাপাশি মানুষের উপকার হয়। আমরা নিয়মিত গাছ লাগিয়ে পরিবেশের উপকার করবো, নিজেদেরও উপকৃত করবো।
এ সময় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোঃ তাহমিনা আক্তার সায়েমা, সহ-সভাপতি রোঃ সাহারা আলম প্রিয়া, জয়েন্ট সেক্রেটারী রোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রোঃ নুহা তাসনিম, ক্লাব সেবা পরিচালক রোঃ জান্নাতুল মাওয়া রাহা, আন্তর্জাতিক সেবা পরিচালক রোঃ সালমা বেগম, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস রোঃ জিসান আহমেদ, সার্জেন্ট রোঃ মোঃ মোরসালিন শেখ, রোঃ মাহির তাসফিয়ান, সদস্য রোঃ ইমন হোসাইন, রোঃ মুক্তা আক্তার, রোঃ আজহার মোহাম্মদ ও রোঃ সাইফুল ইসলাম রুমন।