প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব পৌরসভার ২নং ওয়ার্ডস্থ ধনারপাড়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর বেলা ১২টায় আদর্শ স্কুল ধনারপাড় মাঠে এ সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ সাইফা সোহেল নিশাত।
মডেল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট নামে দারুল ইসলাম সোসাইটির প্রতিষ্ঠায় ও পরিচালনায় এলাকার নারীদের এখানে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেয়া হবে। এটি আদর্শ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সেলাই প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধনারপাড় দারুল ইসলাম সোসাইটির সভাপতি ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সেন্টারের সদস্য নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিয়াকত আলী সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মুহাম্মদ দেলোয়ার হোসেন, সোসাইিিটর সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, মতলব দারুল ইসলাম সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, ধনারপাড় দারুল ইসলাম সোসাইটির প্রজেক্ট পরিচালক মোঃ মতিউর রহমান, প্রজেক্ট সুপারভাইজার মোঃ শাহআলম মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দারুল ইসলাম ইয়াতিমখানার শিক্ষার্থী মুহাম্মদ হাবিবুর রহমান। ইসলামী সঙ্গীত পরিবেশন করে রবিউল, আজমীর, আরাফাত, বোরহান, বাঁধন, সুমন ও মেহেদী।
বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি এলাকার গরিব, অসহায় ও দরিদ্র মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলবে। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করে অসহায় মানুষের পাশে দাড়াবে। ডাঃ নিশাত সেলাই প্রশিক্ষণ সেন্টারের সফলতা ও এলাকার জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।