সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

কাজের মাধ্যমে স্কাউটদের পরিচয় ফুটিয়ে তুলতে হবে
শামীম হাসান ॥

‘স্কাউটিং হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবামূলক কাজ করার সবচেয়ে উত্তম একটি জায়গা। সমাজের বাকি আট-দশটি ছেলে-মেয়ে থেকে আমাদের নিজেদের ব্যতিক্রমভাবে গড়ে তুলতে হবে। আমাদের কাজগুলো যেনো অন্যদের কাছে অনুকরণীয় হয়। পোশাক কিংবা নামে নয়, কাজের মাধ্যমে স্কাউটদের পরিচয় ফুটিয়ে তুলতে হবে’। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ব স্কাউট সংস্থার ন্যায় ফরিদগঞ্জ উপজেলা স্কাউটের ব্যবস্থাপনায় (১৫-১৭ অক্টোবর) ৩ দিনব্যাপী ৬৪তম জোটা ও ২৫তম জোটি আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন উপজেলা স্কাউট কমিশনার ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক।

তিনি আরো বলেন, ৬৪তম জোটা ও ২৫তম জোটি ক্যাম্পিংয়ে স্মার্টফোন তথা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দেশের স্কাউটদের সাথে স্কাউট কার্যক্রমে অংশ নেয়ার সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে হবে, তবেই এ ক্যাম্পিং সফল হবে।

এদিন বিকেলে উপজেলা স্কাউট সম্পাদক শফিকুর রহমানের সভাপ্রধানে উপজেলা অনলাইন মেম্বারশীপ রেজিস্ট্রেশনের অ্যাডমিন ও ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সহকারী কমিশনার হিতেশ চন্দ্র শর্মা, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী ও উপজেলা কাব লীডার নূর হোসেন খান।

২০ জন স্কাউট শিক্ষার্থীর অংশগ্রহণে তিনদিনব্যাপী এ ক্যাম্পে ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপ, ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট দল, চির্কাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কাউট দল, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় স্কাউট দল ও রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যরা অংশ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়