সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

পৌর মেয়রের সাথে চবির শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চাঁদপুর জেলা থেকে আগত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের সাথে গতকাল শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। এদের মধ্যে ছিলেন সভাপতি ফারুকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসানসহ চাঁদপুরে অবস্থানরত অন্যান্য সদস্য।

আসন্ন ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় চাঁদপুরের ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকালীন নিরাপদ আবাসন ব্যবস্থা ও ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতা করতে সংগঠনের সদস্যদের সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ দেন সংগঠনটির পৃষ্ঠপোষক চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। এছাড়াও সংগঠনটির সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদেরকে উপদেশ প্রদান করেন। চবির শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার অভিব্যক্তিও প্রকাশ করেন তিনি।

চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুকুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মোঃ জিল্লুর রহমান জুয়েলের সাথে সংগঠনের সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আসন্ন চবির ভর্তি পরীক্ষা নিয়ে তিনি আমাদেরকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন। চবিতে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে যেকোনো প্রয়োজনে তিনি আমাদের পাশে সবসময়ের মতোই আছেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাঁর বিশেষ ভালোবাসার কথাও ব্যক্ত করেছেন।

তিনি আরো বলেন, চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ব্যানার পোস্টার দেয়া থাকবে, সেখানে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীরা আমাদের বিভিন্ন নাম্বারে যোগাযোগ করার সুযোগ পাবে’।

তিনি বলেন, চাঁদপুর জেলা থেকে পাহাড়ি এলাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে যাবেন তাদেরকে সবধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতিমূলক বিষয় নিয়ে প্রতিদিন সংগঠনটির ফেসবুক পেজ (Chandpur Zilla Students' Association - Chittagong University) থেকে ভর্তি পরীক্ষায় সহায়তামূলক গুরুত্বপূর্ণ পোস্ট ও ভিডিও আপলোড করা হয়। চাঁদপুরের ভর্তি পরিক্ষার্থী ও এইচএসসি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি ও বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যাবলি সংগঠনটির ফেসবুক পেইজ থেকে সহজেই জানতে পারবে। যেকোনো বিষয়ে বিস্তারিত আরো জানতে চাইলে ফেসবুক পেজটিতে ম্যাসেজ দিলে যথাসময়ে সেই বিষয়গুলোর উত্তর দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়