প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী বেলায়েত হোসেন গাজী বিল্লালকে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার চিঠি হস্তান্তর করা হয়েছে।
১৫ অক্টোবর শুক্রবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার প্রার্থী বেলায়েত হোসেন গাজী বিল্লালকে জননেত্রী শেখ হাসিনা প্রেরিত চিঠি হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা উপস্থিত ছিলেন।