প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
শারদীয় দুর্গোৎসবের নবমী পূজার সকালে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। চাঁদপুরের বাসিন্দা নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল সাহা তার প্রয়াত বাবা স্বর্গীয় গনেশ চন্দ্র সাহা ও প্রয়াত মাতা স্বর্গীয় সবিতা সাহার স্মরণার্থে তিনি প্রতি বছর দুর্গা পূজাকালীন হরিসভা মন্দিরের অসহায়দের মাঝে এ কাপড় বিতরণের ব্যবস্থাগ্রহণ করে থাকেন। গতকাল ১৪ অক্টোবর বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায় সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সমাজে এখনো অনেক দানশীল ও সমাজকর্মী রয়েছেন যারা নীরবে তাদের সেবা দিয়ে যাচ্ছেন, যাদেরকে দেখে বোঝার কোন সুযোগ নেই। এ ধরনের দানশীল ব্যক্তিরা আছেন বলেই সমাজের অবহেলিত অসহায় মানুষজন সাহায্য সহযোগিতা পেয়ে আসছেন। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই যাতে তারা এমনি করে তাদের সহায়তা অব্যাহত রাখেন। তিনি বলেন, করোনাকালীন আমরা অনেক প্রিয় মানুষকে হারিয়েছি। হারিয়েছে অনেকে তাদের কর্ম। অনেকেই আছেন যারা লজ্জায় কারো কাছে হাত পাততে পারছে না। তিনি তাদেরকে উদাত্ত চিত্তে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জের প্রবাসী উজ্জ্বল সাহাও এমনি একজন নীরব সমাজকর্মী যিনি প্রতি বছরই পূজার সময় অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন।
বস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক লিটন সাহা, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, হরিসভা দুর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র সাহা, বাদল পোদ্দার, চাঁদপুরে উজ্জ্বল সাহার প্রতিনিধি ব্যবসায়ী শম্ভুনাথ শুর, জয়দেব সাহা, বিশ্বনাথ সাহা প্রমুখ। প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে এ দিন বস্ত্র বিতরণ করা হয়।