প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ থিয়েটারের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১২ অক্টোবর (মঙ্গলবার) বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয়ভাবে এক বিবৃতিতে ‘ফরিদগঞ্জ থিয়েটার’-এর কমিটির অনুমোদন দেয়।
বিবৃতিতে সাংবাদিক ও সংগঠক ফরিদ আহমেদ রিপনকে আহ্বায়ক এবং শিক্ষক মামুন হোসাইনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক হিতেশ চন্দ্র শর্মা, যুগ্ম আহ্বায়ক নূরুন্নবী নোমান, সদস্য মামুনুর রশীদ পাঠান, সুমন, আমান উল্লাহ আমান, শামীম হাসান, মামুনুর রশীদ, তানজিনা ইসলাম আলো ও গিয়াস উদ্দিন।
এ বিষয়ে নবগঠিত কমিটির সদস্য সচিব মামুন হোসাইন জানান, গ্রাম থিয়েটার যে লক্ষ্য ও উদ্দেশ্যে সামনে এগুচ্ছে, সেই ¯্রােতধারার সাথে আমরা ফরিদগঞ্জ থিয়েটারের কার্যক্রম পরিচালনা করতে চাই। এতে সকলের সহযোগিতা কামনা করছি।