প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও সহযোগীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।
বক্তারা তাঁদের বক্তব্যে শব্দদূষণের ক্ষতিকারক দিকগুলো প্রশিক্ষণে উপস্থিত সকলকে জানানোর চেষ্টা করেন। সেই সাথে শব্দদূষণ সম্পর্কে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান।
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখের সভাপতিত্বে এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবনের সঞ্চালনায় বাস, ট্রাক ও মাইক্রো ড্রাইভার সমিতির চালক ও সহযোগীসহ ৭০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।