সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০

প্রধান শিক্ষক হিসেবে আনিছুজ্জামানের যোগদান
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমিতে মোঃ আনিছুজ্জামান মজুমদার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

১১ অক্টোবর সকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালক (শিক্ষা) মোঃ জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক মোঃ জালাল উদ্দিন, মোঃ শাহআলম বাদল, রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, মোঃ মনির হোসেন প্রমুখ।

লিটল স্কলার্স একাডেমিতে যোগদানের পর তিনি বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে কাজ করেছি। বর্তমানে এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষক নিয়ে এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডে-কেয়ার সেবার মাধ্যমে সৃজনশীলতা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবো। এ উপজেলায় শিক্ষা বিস্তারে বিদ্যালয়ের পরিচালকমণ্ডলী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, আনিছুজ্জামান মজুমদার ১৯৬০ সালে মতলব উত্তর উপজেলার ফতেপুর মজুমদার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আঃ হাকিম জমাদার ছিলেন একজন চাকুরিজীবী ও মাতা জয়নবের নেছা একজন গৃহিণী। তিনি ১৯৮১ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে বিএসসি ও ১৯৮৭ সালে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড পাস করেন। তিনি মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৮৩ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের জুলাই মাসে উক্ত বিদ্যালয় হতে অবসরগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়