সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০

দলের প্রার্থী হিসেবে মনোনয়ন বোর্ড যাকে ঘোষণা দিবে তাকেই বিজয়ী করতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১২ অক্টোবর মঙ্গলবার থেকে ফরিদগঞ্জ উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। সকালে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্ল্যা তপদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলামগীর হোসেন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন প্রমুখ।

বিকেলে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ মালেক মোহনের পরিচালনায় উল্লেখিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় বক্তারা বলেন, জাতির পিতার আদর্শে আদর্শিত এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে চলছে আওয়ামী লীগ। আমাদের প্রতীক নৌকা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে অনেকেই আগ্রহী। সেই হিসেবে আমরা তৃণমূলের এই বর্ধিত সভার মাধ্যমে এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে মনোনয়ন চাওয়া সকল প্রার্থীর নাম লিপিবদ্ধ করে জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠাবো। আমাদের কথা একটাই, দলের মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে যাকেই প্রতীক দিয়ে পাঠাবে আমরা সকলে মিলে তাকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করবো।

বর্ধিত সভায় তৃণমূলের নেতা-কর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে বালিথুবা পূর্ব ইউনিয়নের ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই মজুমদার, সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা মহসীন তপদার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন তালুকদার ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।

অন্যদিকে সুবিদপুর পশ্চিম ইউনিয়নে নেতা-কর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদার, সাধারণ সম্পাদক আঃ মালেক মোহন, সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু পাটওয়ারী, সফিউল আলম শুকু, রবিউল হায়দার চৌধুরী জিন্না ও আনোয়ার হোসেন মামুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়