রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০

কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা ৮ অক্টোবর শুক্রবার বিকেলে বুরগী গ্রীন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সরোয়ার মাস্টারের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হাবীবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোহট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির হোসেন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আমান উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাচ্চু সরকার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম কাদের, সাবেক সভাপতি আব্দুল কাদের, আবুল কালাম মিয়াজী ও নূরুল ইসলাম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার মোহন, কোষাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান জামশেদ, যুবলীগ নেতা সিপন, কাউছার আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মহসিন মজুমদার, দেলোয়ার প্রধান, রাজন মজুমদার প্রমুখ।

সভায় চেয়ারম্যান পদে যিনি দলের নৌকা প্রতীক লাভ করবেন তার পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য সকলে অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়