প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর পুরাণবাজার পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজী ট্রেডার্সের প্রোপ্রাইটার মোঃ দুলাল কাজীর নাতি সুআইব আল তাবসীরের ৩য় জন্মদিন ৮ অক্টোবর, ২০২১ শুক্রবার পালিত হয়েছে।
নাতির জন্মদিন উপলক্ষে পুরাণবাজার জামে মসজিদে জুমার নামাজের সময় সবার কাছে দোয়া চান তার দাদা।
তাবসীরের বাবা ফরহাদ হোসেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল ব্রাঞ্চের এক্সিকিউটিভ অফিসার। মা তানজিনা আক্তার (বিবিএ, এমবিএ, ঢাকা বিশ^বিদ্যালয়)। পারিবারিকভাবেও তার জন্মদিন পালন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুআইব আল তাবসীরকে সুস্থ ও ভালো রাখুক। জীবনে ভালো মানুষ হতে পারে এ জন্য দাদা-দাদী, বাবা-মা সবার কাছে দোয়া চেয়েছেন।
জিডি ৬১৪/২১