প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স। এ সময় ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য হবে ২২ লাখ টাকা।
৭ অক্টোবর বৃহস্পতিবার মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও নৌ-পুলিশ এই অভিযানে সহায়তা করে। অভিযানে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, ইলিশের প্রজনন নিরাপদ রাখতে ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ২২ দিনের জন্যে নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অভিযানে ২২ লাখ টাকার জাল আটক করে পরে পুড়িয়ে ফেলা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি আমরা। এ অভিযান অব্যাহত থাকবে।