প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগ অফিসে তালা ॥ ছাত্রলীগ মিটিং করতে পারেনি
চাঁদপুর পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা আওয়ামী লীগ অফিসে এসে দেখেন নিচে গেইটে তালা মারা। তাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিলো এ সময়। অফিস তালাবদ্ধ দেখে পৌর ছাত্রলীগের নেতারা অফিস সহকারী সুমনের কাছে চাবি চান। তখন সুমন জানান, চাবি দুলাল কাকা নিয়ে গেছেন।
|আরো খবর
এসব তথ্য জানালেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী। এ ঘটনা গতকাল বৃহস্পতিবারের।
পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, গত ক’দিন যাবত সন্ধ্যা থেকে জেলা আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রোগ্রাম চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ অফিসে চাঁদপুর পৌর ছাত্রলীগের মতবিনিময় সভার কর্মসূচি ছিলো। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অতিথি হিসেবে থাকার কথা ছিলো। কিন্তু আমরা নেতৃবৃন্দ সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা আওয়ামী লীগ অফিসে এসে দেখি, নিচে গেইট তালাবদ্ধ । অফিস সহকারী সুমনের কাছে চাবি চাইলে সুমন ‘চাবি দুলাল কাকা নিয়ে গেছেন’ বলে জানান। অথচ প্রতিদিন বিকেল থেকে জেলা আওয়ামী লীগ অফিস খোলা থাকে এবং অফিস সহকারীর কাছে চাবি থাকে। হঠাৎ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অফিস বন্ধ করে চাবি নিয়ে যাওয়ার বিষয়টি আমরা বুঝতে পারিনি। অনেকক্ষণ আমরা অফিসের সামনে দাঁড়িয়ে থাকি। এরই মধ্যে রোমান ভাইসহ সিনিয়র নেতৃবৃন্দ আসেন। তাঁরা এসেও অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এভাবে আমরা প্রায় দুই ঘণ্টার মতো অফিসের বাইরে দাঁড়িয়ে থাকি। এরই মধ্যে আমরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীকে বিষয়টি জানিয়ে তাঁর মাধ্যমে আমরা সাধারণ সম্পাদক দুলাল পাটওয়ারী সাহেবের কাছে চাবি চাই। এসডু পাটওয়ারী সাহেব তাঁর সাথে কথা বলে আমাদের জানালেন, দুলাল পাটওয়ারী সাহেব চাবি পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু চাবি আর পাঠাননি।
এ বিষয়ে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর সাথে কথা হলে তিনিও একই কথা জানান। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগ অফিসের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।