রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে স্মারকলিপি ও আলোচনা
প্রেস বিজ্ঞপ্তি ॥

৫ অক্টোবর মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবসে বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে সরকারি নিয়মে বাড়িভাড়ার দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও মতলব দক্ষিণের সভাপতি মোঃ আলী আক্কাছ, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হোসেন ঢালী, কেন্দ্রীয় সদস্য হীরেন্দ্র দেবনাথ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা জাহান, অর্থ সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিনা হোসেন, মতলব উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আলম প্রধান।

ওইদিন বিকেল ৪টায় চাঁদপুর শহরের লেডী দেহলভী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আক্কাছ, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হীরেন্দ্র দেবনাথ, জেলা অর্থ সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ নূরুল আমিন, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, মতলব উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আলম প্রধান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়