রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

মহালয়ার প্রথম প্রহরে প্রেসক্লাব ঘাটে তিল তর্পণ কার্যক্রম সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

গতকাল ৬ আক্টোবর বুধবার থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা। এদিন মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার বোধন শুরু হয়। এ দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এদিন পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা করে অনেকেই তাদের পূর্ব পুরুষদের স্মরণ করে জল, পিণ্ড প্রদান করেন এবং পূর্ব পুরুষদের জন্যে স্বর্গ কামনা করেন। হাজার হাজার বছর ধরে এই প্রথা চলে আসছে। গতকাল মহালয়ার প্রথম প্রহরে চাঁদপুর প্রেসক্লাব ঘাটে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ তাদের পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করে ডাকাতিয়া নদীতে মন্ত্র পূঃত হন এবং তাদের পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলে দাড়িয়ে তিল তর্পন করেন। এ কাজে পৌরহিত্য করেন শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরের পৌরহিত কমল চক্রবর্তী ও বিশ্বনাথ চক্রবর্তী। এ সময় আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র কর, গোবিন্দ সাহা, অর্জুন সাহা, দেবেষ চন্দ্র সাহা দেবু, প্রভাষ সাহা, সুভাষ কর্মকার, বাবুল চন্দ্র সাহা, ফণীভূষণ চন্দ্র (খোকন), কাঞ্চন দাস, রবি পাল প্রমুখ।

১৪২৪ খ্রিস্টাব্দে গোবিন্দ সাহার উদ্যেগে চাঁদপুর শহরস্থ কালীবাড়ি মন্দিরের কয়েকজন ভক্ত অনুরাগী চাঁদপুর ডাকাতিয়া নদীতে তিল-তর্পণ প্রদান কার্যক্রম শুরু করেন। সনাতন ধর্মাবলম্বীগণ মনে করেন যে, পিতৃপুরুষরা এই সময়ে পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয় বলেই মহালয়া একটি পুণ্য তিথি হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিবেচ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়