রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

লবি রহমান কুকিং ফাউন্ডেশনের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার ॥

লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা ৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের শুভ কামনা করে সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও রোটারী ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, বিশিষ্ট কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মুনিরা আক্তার, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মাহমুদা খানম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভানেত্রী মুক্তা পীযূষ, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, সমাজসেবিকা নিলুফা ইয়াছমিন প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা গ্রীন বাংলা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক আশিক খানের উপস্থাপনায় পরিচিতি সভায় সর্ব প্রথম সংগঠনের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

উক্ত পরিচিতি সভা শেষে সংগঠনের সকল সদস্য কেক কেটে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। পরিচিতি সভায় অতিথিদের বক্তব্য এবং আনুষ্ঠানিকতা শেষে সকল অতিথিসহ উপস্থিত সকলে নৈশভোজে অংশ নেন।

অনুষ্ঠানের অতিথি রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ তাঁর বক্তব্যে সংগঠনের কর্ণধার শারমিন আক্তার জুঁইয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, চাঁদপুরের মেয়ে হিসেবে জুঁই পিতার দিক দিয়ে ও স্বামীর দিক দিয়ে অর্থাৎ উভয় দিক দিয়ে স্বাবলম্বী, তাই চাঁদপুরের অসহায় নারীদের জন্যে শুধু ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে কিছু করার জন্যে তার এই উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি সংগঠনের সভানেত্রী ও অন্য সকল কর্মকর্তাসহ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, উক্ত পরিচিতি সভায় সংগঠনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই, ভাইস প্রেসিডেন্ট তানজিয়া রশীদ, সেক্রেটারী তানিয়া খান, জয়েন্ট সেক্রেটারী নীলা রহমান, কোষাধ্যক্ষ তানজিলা আক্তার যুথী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়