প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
সম্মেলন ৭ অক্টোবর
মতলবে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার বিশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ৪ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের সভাপ্রধানে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন প্রধান, নূরুল ইসলাম নূরু, দেওয়ান মোঃ রেজাউল করিম, লেয়াকত হোসেন প্রধান, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কমল পোদ্দার, কিশোর কুমার ঘোষ, পারভেজ চৌধুরী হানিফ, ইকবাল হোসেন পাটওয়ারী, শোভন সরকার, খোকন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহমেদ মিয়াজী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহআলম খান, সাধারণ সম্পাদক আঃ মতিন মেম্বার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন খানসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সম্মেলনে ২৮০ জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করবেন। তবে সভাপতি পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সম্মেলনে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০১৯ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে এএইচএম গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে বিএইমএম কবির আহমেদ নির্বাচিত হন। গত ১২ মার্চ ২০২০ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াসউদ্দিনের মৃত্যুজনিত কারণে এ উপজেলায় সভাপতির পদটি শূন্য হয়। গত ৩ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় আগামী ৭ অক্টোবর সভাপতি পদে বিশেষ কাউন্সিলর মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।