রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ০০:০০

কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, জাতীয় স্বার্থ যারা ধ্বংস করতে চাইবে, তাদের বিষয়ে কোনো ধরনের বিবেচনা বা অনুকম্পা দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে আমরা কুণ্ঠাবোধ করব না। দেশের মৎস্যসম্পদ রক্ষায় যত কঠিন হওয়া লাগে, তত কঠিন হতে হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই। রোববার (৩ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নস্থ বাবু বাজারে স্থানীয় মৎস্য ব্যবসায়ী, জেলে ও জনসাধারণের সাথে মা ইলিশ রক্ষায় গণসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সভাপতিত্বে গণসচেতনতা সভায় বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান মোতাহার হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনা আক্তার।

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে আজ ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর সম্মিলিতভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, মতলব উত্তর উপজেলায় নিবন্ধিত ৮ হাজার ২শ’ ১৭ জেলে রয়েছে। এ ২২ দিনের জন্য প্রত্যেক জেলে ২০ কেজি করে চাল পাবে। এ বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়