রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা গণফোরামের কমিটি গঠনকল্পে সভায়

ভোটের অধিকারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

----------------অ্যাডভোকেট সেলিম আকবর

ভোটের অধিকারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলা গণফোরামের কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর।

শুক্রবার সকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ গণফোরামের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা গণফোরাম নেতা মহসিন মিজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল।

চাঁদপুর সদর উপজেলা গণফোরাম নেতা আলমগীর গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের সহ-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, জেলা গণফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার ও জেলা যুব গণফোরামের সহ-সভাপতি আলমগীর খান।

বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন গণফোরামের সভাপতি আবু সুফিয়ান, বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল, শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, মৈশাদী ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল কাবুল, বালিয়া ইউনিয়নের সভাপতি টেলু গাজী, চান্দ্রা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক লিটন গাজী, হানারচর ইউনিয়নের সভাপতি হাশিম গাজী, সাধারণ সম্পাদক হাফেজ ঢালী, আশিকাটি ইউনিয়নের সভাপতি শহিদুল রাজু, ইব্রাহিমপুর ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন নাজিম প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভোটের অধিকারের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে গণফোরামসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দেশে দুর্নীতি স্বজন-প্রীতি ও একদলীয় শাসন বিরাজ করছে। এই অবস্থায় এই মুহূর্তে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

আলোচনা সভা শেষে চাঁদপুর সদর উপজেলার গণফোরামের আহ্বায়ক হিসেবে মহাসিন গাজী ও সদস্য সচিব হিসেবে আলমগীর গাজীকে নির্বাচিত করা হয়। সভায় প্রধান অতিথি নবাগত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্যে নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়