শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১৫:০৪

বন্যার্তদের ত্রাণ নিয়ে ফেনীতে গেলেন চাঁদপুর জেলা গণফোরাম

স্টাফ রিপোর্টার
বন্যার্তদের ত্রাণ নিয়ে ফেনীতে গেলেন চাঁদপুর জেলা গণফোরাম

'মানুষ মানুষের জন্য' এ স্লোগানে বন্যার্তদের ত্রাণ নিয়ে ফেনীতে গেলেন গণফোরাম জেলা পরিষদ, চাঁদপুর। গতকাল রোববার দুপুরে শহরের চেয়ারম্যান ঘাটস্থ অ্যাড. সেলিম আকবরের চেম্বারের প্রাঙ্গন থেকে ট্রাক ও মাইক্রোবাস নিয়ে নেতৃবৃন্দ যাত্রা করেন।

বন্যার্তদের ত্রাণ নিয়ে ফেনীতে গেলেন চাঁদপুর জেলা গণফোরাম অ্যাড. সেলিম আকবর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, সদর উপজেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিজয় মজুমদার, শাহাজাহান, সুফিয়ানসহ আরো অনেকে।

চাঁদপুর জেলা গণফোরাম অ্যাড. সেলিম আকবর জানান, আমরা ৩ শতাধিক মানুষ শুকনো খাবার নিয়ে ফেনীর বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িনোর জন্য যাচ্ছি। খাবারের মধ্যে রয়েছে- চিড়া, মুড়ি, বিস্কেট, বন রুটি, হাজার লিটার বিশুদ্ধ পানি, ঔষধ, নতুন কাপর-চোপর ও ২টি নৌকা। আমরা আসার সময় নৌকা ২টি ঐ এলাকার মানুষদের দিয়ে আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ত্রাণ বিতরণ করে সুষ্ঠুভাবে ফিরে আসতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়