রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে
কামরুজ্জামান টুটুল ॥

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন করেছে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ‘স্মারক বৃক্ষ’ রোপণসহ আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার দুপুরে কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে অন্য সকল শিক্ষকের অংশগ্রহণে বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এর আগে কলেজ শিক্ষক মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফাতেমা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক মোঃ হারুন-অর-রশিদ, ফারুক আহমেদ, মল্লিকা রাণী, ওমর ফারুক, মোঃ বদরুদ্দোজা, মিজানুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রয়াত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করে দোয়া ও মোনাজাত করেন সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মজিবুর রহমান, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম, রাশেদ গাজী, সুমা রাণী, কানিজ ফারহানা, বেনজির আহমেদ, মোঃ ইউনুস, জিএম বেলায়েত হোসেনসহ অন্য সকল শিক্ষক/ শিক্ষার্থী।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর ছিলো স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের এইদিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়